GTK-Doc-র সাহায্যে C কোডের জন্য নথি তৈরি করা হয়। বিভিন্ন লাইব্রেরি যেমন GTK+ ও GNOME লাইব্রেরির পাবলিক API সম্বন্ধীয় নথি তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয়। অ্যাপ্লিকেশনের কোড সম্পর্কিত তথ্য লেখার জন্যও এটি ব্যবহার করা হয়।